Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়

যুব উন্নয়ন অধিদপ্তর

বাঘাইছড়ি,রাঙ্গামাটি পার্বত্য জেলা।


যুব কার্যক্রম/সেবা সমূহ

ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমূহঃ জেলা কার্যালয়)

১। গবাদিপশু হাসঁ মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স ।

২। মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স

৩। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি প্রশিক্ষণ কোর্স

৪। পোষক তৈরী প্রশিক্ষণ কোর্স

৫। ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং প্রশিক্ষণ কোর্স

৬। ফ্রি ল্যাপিং/আউট সোসিং প্রশিক্ষণ কোর্স

৭। আত্মকর্মী থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স

৮। বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স

৯। হস্ত শিল্প/পাটজাট পণ্য তৈরী প্রশিক্ষণ কোর্স

১০। কৃষি ও হর্টিকালচার প্রশিক্ষণ কোর্স

১১। গবাদিপশু পালন প্রশিক্ষণ কোর্স

১২। হাসঁ মুরগী পালন প্রশিক্ষণ কোর্স

) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমূহঃ (উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে পর্যায়ে।

১। পারিবারিক হাসঁ মুরগী পালন ২। ছাগল পালন ৩। গরু মোটাজাটকরণ ৪। পশু পাখি রোগ ৫। মৎস্য চাষ  ৬। পোষক তৈরী ৭। নার্সারী

৮। গাছের চারা তৈরী ৯। পাটজাট পণ্য তৈরী ১০। ফলের চাষ লেবু, কালা, পেপে ১১।মাশরুম চাষ ১২। নকশী কার্থা।

গ) যুব ঋণ প্রদানঃ-

১। প্রাতিষ্ঠানিক ঋণঃ প্রথম দফাঃ ১,৫০,০০০/- হতে দ্বিতীয় দফাঃ ২,০০,০০০০/- টাকা পর্যন্ত।

২। অপ্রাতিষ্ঠানিক ঋণঃ প্রথম দফাঃ ১,০০,০০০/- হতে দ্বিতীয় দফাঃ ২,০০,০০০/-

৩। যুব উদ্যোক্তা ঋণ)= ৩,০০০০০/- তিন লক্ষ্ টাকা হতে ৪,০০০০০/- চার লক্ষ্ টাকা হতে ৫,০০০০০/- পাচঁ লক্ষ্ টাকা পর্যন্ত ।

ঘ) গ্রেস পিরিয়ড বৃদ্বিকরণ আত্মকর্মসংস্থান ঋণ সর্বোচ্চ ৬ মাস পর হতে পরিশোধের মেয়াদ ৩ বছর হতে ৪ বছর পর্যন্ত । সার্ভিস চার্জ ৫% পর্যন্ত ।

ঙ) অন্যান্য কর্মসূচীঃ 

১। বেকার যুবদের উদ্ভোধকরণ।

২। আত্মকর্মসংস্থান সৃষ্ঠি।

৩। যুব সংগঠন নিবন্ধন ও অনুদান প্রদান।

৪। জাতীয় যুব দিবস উদযাপন ও পুরস্কার প্রদান।

৫। উন্নয়ন মুলক কাজে যুবদের সেচ্ছায় অংশগ্রহণ উৎসাহিত করণ।

৬। যুবদের দায়িত্বশীল আত্মাবিশ্বাসী ও মানবিক গ্রহণবলি অর্জন উৎসাহ প্রদান।

৭। জাতীয় আর্ন্তাজাতিক কর্মসূচীতে যুবদের অংশগ্রহণ উৎসাহ প্রদান।